ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কাউখালী উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
কাউখালী উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১১ ফেব্রুয়ারি) স্থানীয় মোসলেম আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।



সকালে সম্মেলনের উদ্বোধন করেন পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নূরুজ্জামান বাবুল।

উপজেলা বিএনপির আহ্বায়ক ও কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবীরের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রাজ্জাক মুনান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহীদুল্লাহ শহীদ, যুবদলের কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, জেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুল ইসলাম প্রমুখ।

বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন এস এম আহসান কবীর। কাউন্সিলরদের ভোটে এইচ এম দ্বীন মোহাম্মদ সাধারণ সম্পাদক ও জিয়াউল হাসান নিকসন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।