ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

৩ পার্বত্য জেলায় ভেড়া বিতরণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
৩ পার্বত্য জেলায় ভেড়া বিতরণ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: বান্দরবানসহ তিন পার্বত্য জেলার কৃষকদের মধ্যে বিনামূল্যে ভেড়া বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সমাজভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশি ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পের আওতায় এ কর্মসূচি গ্রহণ করা হয়।



বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এমপি।

পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লার সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মাকসুদুল হাসান খান, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক অজয় কুমার রায়, জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, দেশের অন্যান্য জেলাগুলোর চেয়ে পার্বত্য জেলাগুলো কিছুটা ভিন্ন। পার্বত্য এলাকার ভূমি প্রকৃতি ও পরিবেশ বেশ সহনীয়, আর এ ধরনের ভূমিতে ভেড়া পালন নিরাপদ ও লাভজনক।

পাহাড়ের আনাচে কানাচে ভেড়া পালনের মাধ্যমে যে কেউ চাইলে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন। এজন্য কৃষকদের ভেড়া পালনে উৎসাহিত করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এমপি বলেন, পার্বত্য এলাকার পরিবেশ ভেড়া পালনের জন্য বেশ উপযোগী। এজন্য এ তিন জেলায় প্রাথমিকভাবে ১৫শ’ ভেড়া বিনামূল্যে বিতরণ করা হবে। আর এ পাইলট প্রকল্প ফলপ্রসু হলে আগামীতে আরও বড় পরিসরে এ কর্মসূচি হাতে নেওয়া হবে।

এ প্রকল্পে ২০১৮ সাল পর্যন্ত ১৪ হাজার ৪৫৮টি ভেড়া উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলেও জানান মন্ত্রী।

প্রথম পর্যায়ে রাঙ্গামাটিতে ৬শ’টি, খাগড়াছড়িতে ৪২০ ও বান্দরবান জেলায় ৪২০টি ভেড়া বিতরণ করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।