ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস না হলে ব্যবস্থা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস না হলে ব্যবস্থা

জাতীয় সংসদ ভবন থেকে: এক বছরের মধ্যে যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে কার্যক্রম শুরু করতে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য বেগম পিনু খানের প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী।



শিক্ষামন্ত্রী বলেন, ৯১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১১টির নিজস্ব ক্যাম্পাস রয়েছে। এছাড়াও যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জমি রয়েছে তাতে আগামী এক বছরের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে কার্যক্রমে শুরু করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
তিনি আরও বলেন, যে সব বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাস স্থাপনের জন্য জমি ক্রয় করতে ব্যর্থ হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সরকার দলীয় সংসদ আবদুল মতিন খসরুর সর্ম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় পিএইচডি ডিগ্রি প্রদান করতে পারে না।   যেসব বিশ্ববিদ্যালয় এটা করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি।

স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় ৯১টি। চলতি অর্থবছরে আরও ছয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসকে/এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।