ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল আলপনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
বাল্যবিয়ে থেকে রক্ষা পেল আলপনা ছবি: সংগৃহীত

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে নবম শ্রেণির ছাত্রী আলপনা খাতুন (১৩)।

বৃহস্পতিবার( ১১ ফেব্রুয়ারি) দুপুরে আলপনা বাড়িতে গিয়ে বিয়ে বন্ধের নির্দেশ দেন উপজেলা বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি।



আলপনা উপজেলার জামালপুর ইউনিয়নের তরফবাজিত গ্রামের আছির উদ্দিনের মেয়ে। সে সাদুল্যাপুর কেএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

সাদুল্যাপুর উপজেলা বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি সদস্য আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, আলপনার সঙ্গে বগুড়া জেলার গাবতলী উপজেলার ডহর (শুকানপুকুর) গ্রামের সাবেক ইউপি সদস্য জমির উদ্দিন প্রমাণিকের ছেলে মাইদুল হক প্রমাণিকের ১২ ফেব্রুয়ারি বিয়ে ঠিক হয়।
 
বিয়েতে আলপনা খাতুনের ইচ্ছে না থাকায় সে বিষয়টি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে অবগত করেন। খবর পেয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আকতার সাদুল্যাপুর উপজেলা বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির সদস্যদের নিয়ে দুপুরে কনের বাড়িতে যান।

তিনি আরও জানান, মেয়ের বাবা-মা ও তার স্বজনদের বাল্যবিয়ের কুফল সর্ম্পকে অবগত করা হয়। এসময় তারা মেয়ের পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে অঙ্গীকার করেন।

সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আবদুল্লা আল মামুন বাংলানিউজকে জানান, বাল্যবিয়ে বন্ধের জন্য মেয়ের পরিবারকে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরেও নির্দেশ না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।