ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় নাজমুস সাকিব (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ-রংপুর সড়কের চন্দনের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত নাজমুস সাকিব কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মিয়াপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে ও রংপুর সরকারি কলেজে রসায়ন বিভাগে অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলো।

স্থানীয়রা জানান, বিকেলে চন্দনের হাট থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন সাকিব। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।