ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

স্পিকারের সঙ্গে ইইউ সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
স্পিকারের সঙ্গে ইইউ সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষা‍ৎ করেছে বাংলাদেশ সফররত ইউরোপীয় সংসদীয় প্রতিনিধি দল।
 
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জিন ল্যামবার্টের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল স্পিকারের কার্যালয়ে গিয়ে সাক্ষা‍ৎ করে।


 
প্রতিনিধি দলে ছিলেন, ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিচার্ড হাউইট, ইভান  স্টিফানেস ও সাজ্জাদ করিম।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন উপস্থিত ছিলেন।
 
সাক্ষাৎকালে স্পিকার প্রতিনিধি দলকে জানান, বাংলাদেশের সংবিধান ও সংসদীয় কার্যপ্রণালী বিধি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাংলাদেশে সংসদীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।
 
তিনি বলেন, ব্রিটিশ হাউজ অব কমন্সের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী সংসদে প্রতি বুধবার সদস্যদের প্রশ্নের জবাব দিয়ে থাকেন। তাছাড়াও প্রতিদিন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
 
স্পিকার বলেন, সংসদীয় কার্যক্রমকে স্বচ্ছ ও  জবাবদিহি করার লক্ষ্যে মন্ত্রণালয় ভিত্তিক সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে এবং মন্ত্রীর পরিবর্তে একজন সংসদ সদস্যকে কমিটির সভাপতি নিযুক্ত করা হয়েছে।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, ব্যবসা-বাণিজ্য ও আসন্ন কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলন প্রসঙ্গে আলোচনা করেন। তারা ইইউ  ও বাংলাদেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন ও সংসদীয় প্রতিনিধি বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।  

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।