ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

তাড়াশ থেকে অপহৃত বাউলশিল্পী সিলেটে উদ্ধার, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
তাড়াশ থেকে অপহৃত বাউলশিল্পী সিলেটে উদ্ধার, আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা থেকে অপহরণের ছয়দিন পর  সিলেটের বিয়ানীবাজার থেকে এক তরুণীকে (২২) উদ্ধার করেছে পুলিশ। মেয়েটি বাউলশিল্পী বলে জানা গেছে।



বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ভোরে বিয়ানীবাজার থানার বারইপাড়া থেকে তাকে উদ্ধার করা হয়। তার শ্বশুর বাড়ি পাবনা জেলার ভাঙ্গুড়া থানার সিনবাড়ী গ্রামে।

এ ঘটনায় রিপন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি ময়মনসিংহ জেলার ভালুকা থানার ভালুকা বাজার এলাকার আজাহার আলীর ছেলে।

তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) অনুজ কুমার সরকার জানান,  গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বারইপাড়ায় অভিযান চালিয়ে ওই বাউলশিল্পীকে উদ্ধার ও অপহরণকারী রিপনকে আটক করা হয়।

তিনি আরো জানান, কয়েকদিন আগে মেয়েটি তাড়াশের নওগা ইউনিয়নের কালুপাড়া গ্রামে তার ভগ্নিপতির বাড়িতে বেড়াতে আসেন। ৫ ফেব্রুয়ারি সেখান থেকে গানের অনুষ্ঠানের বায়না করার নাম করে মোবাইল ফোনের মাধ্যমে তাকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা এলাকায় যেতে বলেন অপহরণকারী চক্রের হোতা রিপন। পূর্ব পরিচিত রিপনের কথা অনুযায়ী খালকুলা এলাকায় গেলে মেয়েটিকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অপহরণকারী চক্র। ৮ ফেব্রুয়ারি এ ঘটনায় রিপনকে প্রধান আসামি করে সাত/আটজনের বিরুদ্ধে মামলা করেন মেয়েটির স্বামী। এর প্ররিপ্রেক্ষিতে উদ্ধার অভিযানে নামে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।