ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ডিজিটাল মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
গোপালগঞ্জে ডিজিটাল মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জে দুই দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।



গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।

এতে সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) সাইদ-উর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, জেলা আওয়ামী লীগের সভাপতি ও গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম প্রমুখ।

মেলায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পাঁচ উপজেলা প্রশাসন, জেলা পর্যায়ের সরকারি অফিস ও বে-সরকারি কারিগরী স্কুল-কলেজের মোট ২৩টি স্টল বসেছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।