ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে জামাইবরণ মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
কটিয়াদীতে জামাইবরণ মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: প্রতি বছর মাঘ মাসের শেষ মঙ্গলবার বসে জামাইবরণ মেলা। ৩৮ গ্রামের জামাইরা মাছ নিয়ে ঘটা করে শ্বশুর বাড়িতে উঠে।

আর জামাইদের বরণ করতে চলে ধুমধাম আয়োজন। থাকে আত্মীয়-স্বজনদের নিয়ে ভুরিভোজের ব্যবস্থা।

প্রায় ৮০০ বছর ধরে ব্যতিক্রমী এ মেলার আয়োজন হয় কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের দক্ষিণ চাতল গ্রামে।

সরেজমিনে মেলায় গিয়ে দেখা যায়, উপজেলার আশপাশের প্রায় ৩৮ গ্রামের জামাইদের মাছের মাধ্যমে বরণ মেলা হলেও ১৫দিনের এ মেলায় বসেছে বিভিন্ন জিনিসের প্রায় ৪শ শে ৫শ’ দোকান।

দোকানগুলোর মধ্যে রয়েছে, প্রসাধনীর দোকান, খেলনা,  কাপড়, মিষ্টির, খাবারের হোটেল, মুড়ি, বাতাসা ও চটপটির দোকান।

এছাড়াও শিশু-কিশোরদের বিনোদনের জন্য রয়েছে মোটরসাইকেল ও কার সার্কাস, ৪টি নাগরদোলা, স্যালোইঞ্জিন চালিত একটি মিনি ট্রেন। তবে এ মেলার বিশেষ আকর্ষণ মাছের হাট।

মেলার আয়োজক কমিটি সূত্রে জানা যায়, মাছে জামাইবরণ মেলা হলেও মেলার প্রথম শুক্রবার গ্রামের নতুন বউ ও পুরাতন বউয়েরা তাদের স্বামী নিয়ে হযরত শাহ সামছুদ্দীন আউলিয়া সুলতানুল বোখারী (রহ.) মাজার জিয়ারত করে। তাই প্রথম শুক্রবার নতুন বউ, পুরাতন বউ ও জামাইদের অংশগ্রহণে জমে অন্যরকম মেলা।    

ঢাকা থেকে আসা আলী নেওয়াজ নামে এক জামাই বাংলানিউজকে বলেন, আমি পরিবারের লোকজন নিয়ে দু’বছর ধরে এ ঐতিহ্যবাহী মেলায় আসছি। মাছ কিনে শ্বশুরবাড়িতে উঠাই এ মেলার বিশেষ আকর্ষণ। আমিও প্রায় ১৫ হাজার টাকা দিয়ে একটি চিতল মাছ কিনে শ্বশুরবাড়ি উঠেছি।

দক্ষিণ চাতল গ্রামের হাবিবুর রহমান (৬২) বলেন, আমার মেয়ের জামাই ২০ হাজার দিয়ে একটি বোয়াল মাছ নিয়ে বাড়িতে উঠেছে।

মেলায় মাছ বিক্রেতা মতি মিয়া বাংলানিউজকে বলেন, আমি প্রায় ৬ লাখ টাকার মাছ নিয়ে মেলায় এসেছি। আগামী দু’দিনে সব মাছ বিক্রি হয়ে যাবে। এ মেলায় মাছের কদর খুব বেশি।

মেলার আয়োজক কমিটির সহ-সভাপতি ও মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছেনু মিয়া বাংলানিউজকে বলেন, প্রায় ৮০০ বছরের ঐতিহ্য এ মেলা আমাদের এলাকার আশপাশের প্রায় ৩৮ গ্রামের মানুষদের আনন্দের এক মেলা। প্রতি বছর মেলায় লোক সংখ্যা বাড়ছে।

এ মেলাকে ঘিরে জনশ্রুতি রয়েছে, ১২২৫ খ্রিস্টাব্দে হযরত শাহ সামছুদ্দীন আউলিয়া সুলতানুল বোখারী (রহ.) তিনজন সঙ্গী শাহ নাছির, শাহ কবির ও শাহ কালন্দরকে নিয়ে ধর্ম প্রচারের জন্য কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের দক্ষিণ চাতল গ্রামে আস্তানা করেন। ওই সময় থেকে প্রতি বছরের মাঘ মাসের শেষ মঙ্গলবার এ স্থানে ওরস অনুষ্ঠিত হয়। এ ওরসকে ঘিরেই এখানে মেলার যাত্রা শুরু।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।