ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষা যুগোপযোগী মানে পৌছায়নি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
শিক্ষা যুগোপযোগী মানে পৌছায়নি

জাতীয় সংসদ ভবন থেকে: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমাদের বুদ্ধিজীবীরা প্রায়শ বলেন পাস বেড়েছে কিন্তু শিক্ষার মান কমেছে। এমনকি আমার এক শিক্ষক পরীক্ষার ফলাফল প্রকাশ হলেই মন্তব্য করেন পাস করছে বেশি, কিন্তু মান কমে যাচ্ছে।

তার কথা ঠিক হলে এতদিনে আমাদের পঞ্চাশ হাত মাটির নিচে চলে যাওয়া উচিত। এটা সঠিক নয়।
 
শিক্ষামন্ত্রী বলেন, একথা ঠিক আজকের যুগে আমাদের শিক্ষার যে মান হওয়া উচিত সেই মান অর্জন করতে পারিনি। জগতের সাথে যেভাবে এগিয়ে যাওয়া উচিত আমাদের সেভাবে হয়নি।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
 
শিক্ষামন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো ম্যাজিক নেই। সবাইকে মানসম্মত শিক্ষায় শিক্ষিত করা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। এজন্য প্রয়োজন মানসম্মত শিক্ষক। মেধাবীদের এ পেশায় আকৃষ্ট করতে পারছি না। মেধাবীরা কেবল সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আকৃষ্ট হন কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আসেন না।
 
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান নিয়ে বিরোধী দলীয় নেতার প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, আমাদের সরকার যখন দায়িত্ব নেয়, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল ৫৬টি। এগুলো কিন্তু তখন ১৪/১৫ বছর আগে স্থাপিত হয়েছিল। পরবর্তীতে এগুলোকে ৫ বছরের মধ্যে শর্তপূরণ করার কথা বলা হয়। কিন্তু তারা কেউ শর্তপূরণ করেনি।
 
মন্ত্রী বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়গুলোর তুলনা করি, কিন্তু তারা (পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়) শত শত বছর ধরে এই মানে পৌঁছেছে।

জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, সাতশ’ বছর আগে সেই বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। তাই তার মান আর আমাদের ৭০ বছরের মান এক হবে?
 
তিনি আরও বলেন, আমাদের দেশে যেখানে মেয়েদের ঘর থেকে বের হওয়াই বড় বাধা ছিল সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের মতো অনেক দেশ যা করতে পারেনি আমরা তা অর্জন করেছি। কারণ, আমাদের দেশে এখন ছেলে-মেয়েদের সমতা শুধু প্রাথমিক নয় মাধ্যমিক পর্যন্ত অর্জন করেছি। এছাড়া দুই বছরের মধ্যে উচ্চ মাধ্যমিকে সমতা অর্জিত হবে এবং ছয় বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সমতা অর্জিত হবে।
 
শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে আখ্যায়িত করা একটি কথিত কথা। এটা বলতে বলতে আমরা অভ্যস্থ হয়ে গেছি। এক্ষেত্রে কোথাও কোনো দালিলিক প্রমাণ নেই।
 
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসকে/এসএম/এমজেএফ

** পার্বত্য চুক্তির বাস্তবায়ন না হওয়ায় স্থিতিশীলতা আসেনি
** খালেদা পাকিস্তানের এজেন্ট
** এমপিওভুক্ত করতে শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত
** বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস না হলে ব্যবস্থা
** ছাত্র সংসদ কার্যকরে প্রয়োজনীয় পদক্ষেপ
** প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদ ১৬,২০৭টি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।