ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে আড়াই কেজি স্বর্ণসহ যাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
শাহজালালে আড়াই কেজি স্বর্ণসহ যাত্রী আটক ফাইল ফটো

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কেজি ৬’শ গ্রাম স্বর্ণসহ মো. ইব্রাহিম (২২) নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে তাকে আটক করা হয়।

আটক ইব্রাহিমের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।

ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার বাংলানিউজকে এ আটকের বিষয়টি জানান।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মালয়েশিয়া থেকে একটি ফ্লাইটে (নম্বর-বিজি ১৮৭) বিমানবন্দরে আসেন ইব্রাহিম। পরে কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হলে ইব্রাহিম ও তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে টেপ প্যাঁচানো অবস্থায় এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণের মধ্যে এককেজি ওজনের দু’টি বার এবং ১শ’ গ্রাম ওজনের ৬টি বার রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা বলেও জানান শহীদুজ্জামান সরকার।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসজেএ/আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।