ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নিউইয়র্কে কনস্যুলেট কার্যালয় পরিদর্শন করেছেন শাহরিয়ার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
নিউইয়র্কে কনস্যুলেট কার্যালয় পরিদর্শন করেছেন শাহরিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আল/ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয় পরিদর্শন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

জাতিসংঘের একটি অনুষ্ঠানে যোগ দিতে বুধবার (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্র সফররত প্রতিমন্ত্রী কনস্যুলেট কার্যালেয় যান।

এ সময় কনসাল জেনারেল মো. শামীম আহসানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা তাকে স্বাগত জানান।

মিশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রবাসীদের সার্বিক কল্যাণ নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রতিজ্ঞার কথা উল্লেখ করেন।

জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের বহুমাত্রিক সাফল্যের কথা তুলে ধরে কনস্যুলেট কর্মীদের তিনি গর্বের সাথে কাজ করে যাওয়ার আহবান জানান।
 
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আওতাধীন এলাকায় কনস্যুলার সেবা প্রত্যাশীদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় সেবা প্রদানের মানসিকতা নিয়ে মিশনের কর্মীদের কাজ চালিয়ে যাওয়ারও আহ্বান জানান প্রতিমন্ত্রী।  

কনসাল জেনারেল শামীম আহসান সংক্ষেপে কনস্যুলেটের কার্যক্রম তুলে ধরেন।

এ প্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে সবাইকে স্ব স্ব অবস্থানে থেকে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান শাহরিয়ার আলম।

পরে তিনি কনস্যুলেট অফিসের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। কনস্যুলার সেবা নিতে অপেক্ষমান প্রবাসীদের কারও কারও সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানা যায়।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
জেপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।