ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বিস্মিত বসুন্ধরা!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
বিস্মিত বসুন্ধরা!

ঢাকা: ‘বিএনপির আগামী কাউন্সিল আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে’ এমন সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় বিস্ময় প্রকাশ করেছে আইসিসিবি কর্তৃপক্ষ।

এ বিষয়ে আইসিসিবি কর্তৃপক্ষ জানায়, আইসিসিবি কোনো রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য বরাদ্দ বা ভাড়া দেওয়া হয় না।



বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) আইসিসিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আইসিসিবি ভাড়া কিংবা বরাদ্দ চেয়ে কোনো আবেদন বা প্রস্তাব করা হয়নি। এমনকি বিএনপির কোনো নেতা মৌখিকভাবে কনভেনশন সিটি কর্তৃপক্ষের সঙ্গে এখন পর্যন্ত কোনো ধরনের আলোচনাও করেননি। এ অবস্থায় বিএনপির সম্মেলন ‘বসুন্ধরা কনভেনশন সেন্টারে হবে উল্লেখ করে বিভিন্ন পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে’ তা কর্তৃপক্ষকে বিস্মিত করেছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে দলটির স্থায়ী কমিটির বৈঠক হয়। ওই বৈঠক নিয়ে কোনো কোনো পত্রিকায় প্রকাশিত সংবাদে বলা হয়েছে, আগামী ১৯ মার্চ বিএনপির ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হবে। এজন্য সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে তিনটি স্থান চেয়ে আবেদন করেছিলো বিএনপি। কাউন্সিলের সময় ঘনিয়ে এলেও এখনও স্থান বরাদ্দ পায়নি তারা। এজন্য বিকল্প স্থান হিসেবে পত্রিকাগুলো কনভেনশন সিটি বসুন্ধরার নাম উল্লেখ করেছে, যার কোনো ভিত্তি নেই।    

কনভেনশন সিটি কর্তৃপক্ষ আরও জানায়, ২০১৫ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করেছে আইসিসিবি। তখন থেকে কনভেনশন সিটিতে বছরের ৩৬৫ দিনই একাধিক অনুষ্ঠান হচ্ছে দেশ-বিদেশি প্রতিষ্ঠানের। বৃহৎ সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী, সম্মেলন কিংবা মেলার মতো বড় বড় অনুষ্ঠান হচ্ছে কনভেনশন সিটিতে। এ সময়ের মধ্যে কোনো রাজনৈতিক দলকে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য কনভেনশন সিটি বরাদ্দ বা ভাড়া দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।