ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কারখানায় নিরাপত্তার অগ্রগতির প্রশংসা করেছে ইইউ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
কারখানায় নিরাপত্তার অগ্রগতির প্রশংসা করেছে ইইউ

ঢাকা: বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে ‘সাসটেইনাবেলিটি কমপ্যাক্ট’ অনুসরণ করে শ্রম অধিকার ও কারখানায় নিরাপত্তার অগ্রগতির প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সংসদের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দেখা করে প্রতিনিধি দলটি এ প্রশংসা করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিনিধি দলে রয়েছেন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য রিচার্ড হাওতি, দক্ষিণ এশিয়া সম্পর্ক বিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান ও ডেমোক্রেট সদস্য আইভান স্টিফেনস এবং দক্ষিণ এশিয়া সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির সদস্য সাজ্জাদ করিম।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বহু প্রতিকূলতরা মধ্যেও রানা প্লাজা দ‍ুর্ঘটনার পর আমরা বহু দূর এগিয়েছি।

প্রতিনিধি দলের এক প্রশ্নে জবাবে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী আঞ্চলিক ও উপাঞ্চলিক পর্যায়ে সার্ক, বিবিআইএ, বিমসটেক এবং বিসিআইএম অর্থনৈতিক করিডোরসহ অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকার বিষয়গুলো তুলে ধরেন।

এ সময় ব্লু  ইকোনোমিতে বাংলাদেশের অপার সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছেন তিনি।

ইইউ প্রতিনিধি দলটি বাংলাদেশকে প্রগতিশীল মুসলিম দেশ হিসেবে প্রশংসার পাশাপাশি বৈশ্বিকভাবে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং মৌলবাদীর বিরুদ্ধে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ রুখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে বাংলাদেশের নীতির বিষয়ে ইইউ প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
জেপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।