ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে সমস্যা হতে পারে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে সমস্যা হতে পারে

জাতীয় সংসদ ভবন থেকে: পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় পাবর্ত্য চট্টগ্রাম এলাকায় এখনো স্থিতিশীলতা আসেনি বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম-রাঙ্গামটি থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য উষাতন তালুকদার। এই চুক্তি বাস্তবায়নে অবেহলা করা হলে ওই এলাকায় ক্যান্সারের মতো বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।


 
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব ও আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হলে জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। চুক্তির অনেক বিষয় বাস্তবায়ন হলেও জেলা ও আঞ্চলিক পরিষদ এখনো অকার্যকর রয়েছে। যে কারণে এখনো সেখানে অস্থিতিশীলতা বিরাজ করছে। পার্বত্য চট্টগ্রামে স্থিতিশীলতা আনতে হলে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। চুক্তি বাস্তবায়নে অবহেলা করলে ওই এলাকায় ক্যান্সারের মতো বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে।
 
তিনি আরো বলেন, বলা হচ্ছে পার্বত্য চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি বাস্তবায়ন করা হয়েছে। আসলে ধারার কতোগুলো বাস্তবায়ন হয়েছে সেটা বিষয় না। বিষয় হলো, এই চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন। দেশের একটি অংশকে বাদ দিয়ে সার্বিক উন্নয়ন সম্ভব না। এখানে জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদ এখনো অকার্যকর রয়েছে। এদের হাতে ক্ষমতা দিতে হবে। এই এলাকায় সাবির্ক উন্নয়ন প্রয়োজন। এখানকার সব ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আগে জনগণের মতামত নেওয়া প্রয়োজন।
 
বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসকে/এসএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।