ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গুলশানে লেগুনার ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
গুলশানে লেগুনার ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

ঢাকা: রাজধানীর গুলশানে লেগুনার ধাক্কায় আরিফ (২৫) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরিফ বরগুনা সদরের চান গাজীর ছেলে। তিনি মধ্য বাড্ডা কৃষি ব্যাংক রোডে একটি বাসায় ভাড়া থাকতেন ও টাইলস মিস্ত্রীর কাজ করতেন।

তার ভাই হেলাল বাংলানিউজকে জানান, রাত সাড়ে ১০টায় কাজ শেষে বাসায় ফেরার সময় গুলশান-১ বিসিসি মার্কেটের সামনে আরিফের বাইকেলকে একটি লেগুনা ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে রাত ১২টায় দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এজেডএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।