ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ৩ তলা থেকে পড়ে গৃহকর্মী গুরুতর আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
দিনাজপুরে ৩ তলা থেকে পড়ে গৃহকর্মী গুরুতর আহত

দিনাজপুর: শহরের বালুয়াডাঙ্গা অন্ধ হাফেজ মোড় এলাকায় বিরল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম অরুর বাড়ির তিন তলা থেকে পড়ে রোকেয়া খাতুন (১৮) নামে এক গৃহকর্মী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক বলছেন, জ্বিনের আছর করার কারণে রোকেয়া তিন তলা থেকে পড়ে গেছে।

রোকেয়া বিরল উপজেলার কান্দেবপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের মেয়ে। তিনি অরুর মেয়ে ডা. ফারজানার ঢাকার বাসায় তিন বছর গৃহকর্মী হিসেবে কাজ করার পর ঘটনার পাঁচদিন আগে চলে আসেন। তাই তার তিন তলা থেকে পড়ে যাওয়ার ঘটনাটি রহস্যজনক বলে মনে করছে পুলিশ।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জান পিপিএম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রোকেয়া গুরুতর আহত হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। তার সুস্থতার পরই এর কারণ উদঘাটন করা সম্ভব হবে।

এদিকে এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা চেষ্টা সঠিক তদন্ত করে তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে স্থানীয় নারী সংগঠনগুলো।

বাংলাদেশ সসময়: ০৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।