ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মার্চে ঢাকায় আসছেন সিরিসেনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
মার্চে ঢাকায় আসছেন সিরিসেনা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী মার্চে বাংলাদেশ সফরে আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলোয় খবরটি জানানো হয়েছে।



খবরে বলা হয়, ঢাকা ও কলম্বোয় পররাষ্ট্র মন্ত্রণালয়গুলো এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে। সুবিধাজনক তারিখ নির্ধারণে তারা কাজ করছেন। সিরিসেনার এ সফরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন হবে।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই সিরিসেনার প্রথম বাংলাদেশ সফর হতে চলেছে। তবে এর আগে মাহিন্দা রাজাপাকসের মন্ত্রিসভার সদস্য থাকা অবস্থায় ২০১৩ ও ২০১৪ সালে দুইবার তিনি ঢাকা সফর করেন।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।