ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মুজিবনগরে উদ্ধার হওয়া তরুণীর পরিচয় মিলেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
মুজিবনগরে উদ্ধার হওয়া তরুণীর পরিচয় মিলেছে ছবি: প্রতীকী

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাগান থেকে উদ্ধার হওয়া ঝুলন্ত মরদেহটি ভবেরপাড়া গ্রামের আমানুল্লাহর মেয়ে সুরেখা খাতুনের।

তিনি একই উপজেলার রামনগর গ্রামের হাবিল উদ্দীনের স্ত্রী।

পেশায় একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন।

সুরেখার মা রাহেলা খাতুন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তার মেয়ে সুরেখার বলে শনাক্ত করেন।

এ সময় তিনি বাংলানিউজকে বলেন, সুরেখার সঙ্গে তার স্বামীর প্রায়ই ঝগড়া লেগে থাকতো। এর জের ধরেই সে আমার মেয়েকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত মামলা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী জানায়, রাহেলা খাতুনের প্রথম বিয়ে হয় মানিকনগর গ্রামের ইউনুছ আলীর সঙ্গে। প্রথম স্বামী ইউনুছ আলী তাকে তালাক দিলে পরবর্তীতে হাবিল উদ্দীনের সঙ্গে তার বিয়ে হয়।

শুক্রবার সকালের দিকে উপজেলার কেদারগঞ্জ বাজারের পাশে একটি আম বাগান থেকে রাহেলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মুজিবনগর থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।