ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে আলামিন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মধ্যবাড্ডার মোল্লাপড়া মসজিদ সংলগ্ন নির্মাণাধীন একটি ভবনের সাততলা থেকে কাজের একপর্যায়ে নিচে পড়ে যান আলামিন।



সহকর্মী আদনানসহ অন্যান্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাকে ‍মৃত ঘোষণা করেন।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে জানান, আলামিনের মৃতদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এজেডএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।