ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

২৪ ঘণ্টার সংবাদ দিয়ে দেশকে এগিয়ে নিচ্ছে বাংলানিউজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
২৪ ঘণ্টার সংবাদ দিয়ে দেশকে এগিয়ে নিচ্ছে বাংলানিউজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ২৪ ঘণ্টার সংবাদ প্রচার করে অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজ বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

তিনি বলেন, বাংলাভাষায় বাংলানিউজ ২৪ ঘণ্টার সংবাদ প্রচার করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

শুধু বাংলাতেই নয়, ইংরেজিতেও সংবাদ প্রচার করছে এ অনলাইন নিউজপোর্টালটি। বাংলাদেশ বিশ্বের একমাত্র দেশ, যারা মাতৃভাষা রক্ষা করতে বুকের রক্ত দিয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) খুলনা নগরীর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বাংলানিউজ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুয়েট উপাচার্য এ কথা বলেন।

তিনি বলেন, ভাষা আন্দোলনেই স্বাধীনতা সংগ্রামের সূত্রপাত। ভাষ‍া সংগ্রামের সূত্র ধরেই আমরা স্বাধীনতা পেয়েছি।
 
প্রফেসর. ড. আলমগীর বলেন, যাদের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি তাদের ধন্যবাদ। এখন আমাদের প্রচেষ্টা চালাতে হবে ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে ঘোষণা দেওয়ার; এ জন্য শিক্ষার্থীদের অনল‍াইনে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করতে হবে।
 
সবাই মিলে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে কুয়েট উপাচার্য বলেন, পড়াশোনা, নৈতিকতা ও আদর্শ নিয়ে এগিয়ে যেতে হবে। ২০২১ সালের মধ্যে দেশকে মধ্য আয়ের দেশে উন্নীত করতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কমের এডিটর-ইন চিফ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) খুলনা অঞ্চলের উপ-পরিচালক টি এম জাকির হোসেন এবং সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদ আলম।

বাংলানিউজ খুলনা ব্যুরো কার্যালয়ের স্টাফ করেসপন্ডেন্ট মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় এতে বক্তব্য দেন-বাংলানিউজের চিফ অব করেসপন্ডেন্টস সেরাজুল ইসলাম সিরাজ, মাউশি খুলনা অঞ্চলের গবেষণা কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রমুখ।

ফরটিস স্কটস হার্ট ইনস্টিটিউট, খুলনা আই টি  ও আইল্যান্ড সিকিউরিটিজ হাউজ, খুলনা শাখার সৌজন্যে এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করে বাংলানিউজের খুলনা ব্যুরো কার্যালয়।

এতে খুলনা নগরী ছাড়াও আশ-পাশের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। সেখান থেকে প্রায় অর্ধশত বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
টিএইচ/এমএ/

** খুলনায় বাংলানিউজ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের উচ্ছ্বাস
** খুলনায় বাংলানিউজ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।