ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ধুনট পৌর মেয়রের দায়িত্ব গ্রহণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
ধুনট পৌর মেয়রের দায়িত্ব গ্রহণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে পুনঃবিজয়ী মেয়র এজিএম বাদশাহ তার দায়িত্ব গ্রহণ করেছেন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ধুনট পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।



এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধুনট পৌরসভার সচিব শাহীনুর ইসলাম, প্রকৌশলী আবু হাসান, কার্য সহকারী মাহমুদুল ইসলাম, এসেসর আব্দুল মান্নান, বাজার পরিদর্শক জহুরুল ইসলাম, পৌর কাউন্সিলর শাহজাহান আলী, মোহাম্মদ আলী, আলী আজগর, সোলায়মান আলী, বাবুল আকতার, রঞ্জু মল্লিক, ফরিদুল ইমলাম, ফজলুল হক সোনা, নিরঞ্জন কুমার, রেনুকা পারভীন, শিল্পি খাতুন ও আলেকা বেগম।

এছাড়া ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সহ সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবন প্রমুখ উপস্থিত ছিলেন।

২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে এমজিএম বাদশাহ টানা দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬ 
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।