ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রামপুরায় গ্যাসের আগুনে দগ্ধ ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
রামপুরায় গ্যাসের আগুনে দগ্ধ ২

ঢাকা: রাজধানীর পূর্ব রামপুরায় গ্যাসের চুলার আগুনে দুই যুবক দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ভোররাত ৪টার দিকে দ‍ুর্ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন- মোহাম্মদ মামুন (২৬) ও মোহাম্মদ সজিব (২২)।

রামপুরা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জামান মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্ব রামপুরার ২১ নম্বর বাড়ির নিচ তলায় গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গিয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে বাসায় অধিকাংশে আগুন লেগে যায়। আগে থেকেই কেউ চুলার গ্যাস চালু করে রেখে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটের কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ জানায়, মামুনের শরীরের ২৫ শতাংশ এবং সজিবের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

অগ্নিদগ্ধ দু'জনের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুরে।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এনএইচএফ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।