ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপার নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপার নিহত

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের সঙ্গে কার্ভাডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. সুজন (৩৫) নামে ট্রাক হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রাকে থাকা আরো তিনজন।



শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের বাবুর্চি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সুজন নারায়ণগঞ্জের ফতুল্লার আলিগঞ্জ গ্রামের আবদুল বারেকের ছেলে। আহতরা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

চৌদ্দগ্রাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে (ঢাকা মেট্রো-ট-১৬-২৪২৭) চট্টগ্রামগামী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে গাড়ির দু’টির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাক হেলপার সুজন নিহত ও অপর তিনজন আহত হন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।