ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

চারুকলায় চলছে বাঘ সুরক্ষা অনুষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
চারুকলায় চলছে বাঘ সুরক্ষা অনুষ্ঠান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘বাঘ আমাদের গর্ব, বাঘ সুরক্ষা করবো’ স্লোগান সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে চলছে বর্ণিল এক উ‍ৎসব।

সকাল থেকেই চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী, নৃত্য, গানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে বাঘ সুরক্ষায় সচেতনতামূলক এ অনুষ্ঠান।



শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। চলবে রাত দশটা পর্যন্ত।

পুরো চারুকলা অনুষদ সাজানো হয়েছে বর্ণিল সাজে। বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে বাঘের প্রতিকৃতি। চারুকলার মূল ফটকের সামনে রাখা হয়েছে 'বাঘ ক্যারাভান'। দর্শনার্থীরা ব্যাপক আগ্রহ উদ্দীপনার সঙ্গে ক্যারাভানে স্থাপিত মিনি সুন্দরবন দেখছেন। চলছে দেশের খ্যাতনামা শিল্পীদের চিত্রাঙ্কন ও প্রদর্শনী।

সুন্দরবনের বেঙ্গল টাইগার রক্ষায় যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক বিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির বাঘ প্রকল্পের মাধ্যমে বন বিভাগের নেতৃত্বে দু’বছরব্যাপী সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। এটি বাস্তবায়ন করছে বন্যপ্রাণি বিষয়ক বেসরকারি সংস্থা ওয়াইল্ড টিম।

আয়োজকেরা জানান, সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে এসব অনুষ্ঠানের পাশাপাশি লোকসংগীত এবং জলের গান ও লালন ব্যান্ড দলের পরিবেশনা থাকছে।

বাঘ রক্ষার ওই প্রচারাভিযানে সহযোগী বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি গনমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এইচআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।