ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সিসিটিভি আইন প্রণয়নের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
সিসিটিভি আইন প্রণয়নের দাবি ছবি: রানা- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো বাধ্যতামূলক করতে সিসিটিভি আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সিসিটিভি অ্যান্ড সিকউরিটি প্রোডাক্টস অ্যাসোসিয়েশন।
 
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রির্পোটার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।


 
সংগঠনের মহাসচিব আবু তালেব লিখিত বক্তব্যে বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরা এখন সময়ের দাবি। সাম্প্রতিক কয়েকটি গুরুত্ব মামলার আসামি শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ মূল্যবান ভূমিকা রেখেছে। এরইমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প- কলকারখানায় সিসিটিভি ক্যামেরা বসানোর আহ্বান জানিয়েছেন।
 
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এ কারণেই বর্তমান প্রেক্ষাপটে সিসিটিভি আইন প্রণয়ন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
 
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি গফফার মোল্যাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
আরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।