ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রাখাইনদের কর্মসংস্থানে কোটি টাকার ঋণ সুবিধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
রাখাইনদের কর্মসংস্থানে কোটি টাকার ঋণ সুবিধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী: রাখাইন সম্প্রদায়ের দারিদ্র নিরসনে ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কোটি টাকা ঋণ সুবিধার ঘোষণা দিয়েছে চারটি ব্যাংক।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে পটুয়াখালীতে রাখাইন সম্প্রদায়ের দারিদ্রতা নিরসন ও সামাজিক অবক্ষয়রোধ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা জানান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম।



এদিন, সকাল ১০টায় পটুয়াখালীর কুয়াকাটাতে এ কর্মশালা শুরু হয়। আলো আরো আলো নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এর আয়োজন করে।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুর রউফ, ইসলামী ব্যাংক বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রাফি আহম্মেদ বেগ ও বাংলাদেশ ব্যাংক বরিশাল অঞ্চলের জেনারেল ম্যানেজার নুরুল আলম কাজী প্রমুখ।

আয়োজক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক ও ইসলামী ব্যাংক যৌথভাবে রাখাইনদের জন্য কোটি টাকার ঋণ সুবিধা দেবে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।