ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
পঞ্চগড়ে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলায় প্রায় একশ গরিব ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের বলেয়াপাড়া এলাকায় কম্বল বিতরণ করা হয়।



স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বলেয়াপাড়া সমাজ সেবক স্পোর্টিং ক্লাবের ‍আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি মো. সহিদুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতার, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, বলেয়াপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি আতাউর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুস সালাম ও হুমায়ুন কবীর প্রধান বাবু।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬ 
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।