ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মহেশপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
মহেশপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের গাড়াবাড়ীয়া গ্রাম থেকে ফেনসিডিলসহ বাদশা মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটক বাদশা মিয়া যশোরের চৌগাছা উপজেলার নগরবন্নী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।



শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে তাকে আটক করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বাংলানিউজকে জানান, গাড়াবাড়ীয়া গ্রামে মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল ক্রয়-বিক্রয় করছেন, এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে মহেশপুর থানার একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ২০ বোতল ফেনসিডিলসহ বাদশা মিয়াকে আটক করা হয়।

বাদশা মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলে পুলিশ জানিয়েছে।


বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।