ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

চাটমোহরে ট্রেনের ৬ বগি লাইনচ্যুত

ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

পাবনা: পাবনার চাটমোহরে আন্তঃনগর ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চল (রাজশাহী, রংপুর) ও পশ্চিমাঞ্চলের (খুলনা) সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।


 
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে চাটমোহর রেলওয়ে স্টেশন থেকে একশ’ গজ দূরে এ দুর্ঘটনা ঘটে।  
 
চাটমোহর স্টেশন মাস্টার মহিউল ইসলাম বাংলানিউজকে জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনের ছয়টি বগি চাটমোহর স্টেশন থেকে একশ গজ দূরে লাইনচ্যুত হয়। এতে রেলওয়ে উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।  
 
বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে ঈশ্বরদীর পাকশী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানান চাটমোহর স্টেশন মাস্টার।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।