ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

হালুয়াঘাটে ২৭ জুয়াড়িকে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
হালুয়াঘাটে ২৭ জুয়াড়িকে কারাদণ্ড

ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটে ২৭ জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।



দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলালুজ্জামান সরকার বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, উপজেলার আমতলী ইউনিয়নের নাগলা এলাকায় জমজমাট জুয়ার আসর বসতো। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে ময়মনসিংহ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সেখানে অভিযান চালিয়ে ২৭ জুয়াড়িকে আটক করে।

পরে রাতেই দু’জুয়াড়িকে এক মাসের এবং ২৫ জুয়াড়িকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা ৬ লাখ ৮৬ হাজার ৮৭৪ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।