ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, মাইক্রোবাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, মাইক্রোবাসে আগুন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়ায় এলাকায় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহত বৃদ্ধের ভাতিজা জসিম আহত হয়েছেন।

এসময় ওই মাইক্রোবাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে শনিআখড়া পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মোফাজ্জলের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়। তবে তিনি নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ ঝালকুড়ি এলাকায় থাকতেন।

যাত্রবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে একটি সাদা মাইক্রোবাস দ্রুতগতিতে চিটাগাং রোড় থেকে যাত্রাবাড়ীর দিকে আসার পথে শনিরআখগড়া এলাকায় রাস্তা পারাপারের সময় ওই পথচারীদের ধাক্কা দেয়। এতে চাচা তোফাজ্জল ঘটনাস্থলে নিহত  হন এবং ভাতিজা জসিম আহত হন।      

আহত ব্যক্তিকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চালক পালিয়ে গেলেও বিক্ষুব্ধ জনতা ওই মাইক্রোবাসে আগুন দেয়।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এনএ/এজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।