ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শেষ হলো তিন দিনব্যাপী “রিইনকারনেট” আর্ট ফেস্টিভ্যাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
শেষ হলো তিন দিনব্যাপী “রিইনকারনেট” আর্ট ফেস্টিভ্যাল

ঢাকা: রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী সাউথ এশিয়ান জেন্ডার ডাইভারসিটি আর্ট ফেস্টিভ্যাল “রিইনকারনেট”।

ব্রিটিশ কাউন্সিল অডিটরিয়ামে পারফরমেন্স আর্ট ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার (১০ ফেব্রুয়ারি) বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত এ ফেস্টিভ্যাল শেষ হয়।



এতে সহযোগিতা করে বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশন, সাউথ এশিয়ান জেন্ডার ডাইভারসিটি নেটওয়ার্ক, গোথে ইনস্টিটিউট এবং দ্যা ব্রিটিশ কাউন্সিল।

এর আগে জাতীয় জাদুঘর মিলনায়তনে ৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উৎসবের লোগো উন্মোচন করেন।

এসময় অস্ট্রেলিয়ান হাইকমিশনার গ্রেগ উইলকক, সুইডিশ রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল, নরওয়েজিয়ান রাষ্ট্রদূত মিস মেরেতে লনদিমো, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ইউএনডিপি ও বৃটিশ হাইকমিশনের প্রতিনিধি নিক বেরেসফোড অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে বিশ্ববিদ্যালয় পর্যায়ে হিজড়াদের জন্যে কোটা পদ্ধতি চালু করে তাদের শিক্ষা খাতে অবদান রাখার সুযোগ করে দেওয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নুরুন্নবীর হাতে “রিইনকারনেট সম্মাননা ২০১৬” তুলে দেওয়া হয়।

দ্বিতীয় দিনে ধানমন্ডির গোথে ইনস্টিটিউট মিলনায়তনে দক্ষিণ এশিয়ার যৌন-বৈচিত্র্য জনগোষ্ঠীর উপর বিভিন্ন পূর্ণদৈর্ঘ্য, স্বল্প-দৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ওই দিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান ও শ্রীলংকার মোট ১২টি চলচ্চিত্র ও তথ্য চিত্র প্রদর্শিত হয়।

এছাড়াও ধানমন্ডির দৃক গ্যালারিতে এই জনগোষ্ঠীর জীবন আচার, রীতিনীতি, দুঃখ কষ্ট নিয়ে বাংলাদেশের ফটোগ্রাফার মোহাম্মদ রফিকুল ইসলাম রয়েল, ফরিদা বেগম, মো. মুজিবুল্লাহ তারেক ও আলীমূল হাসান এবং ফ্রান্সের ফটোগ্রাফার সিবাস্টিয়েন চ্যাটেলিয়ার’র তোলা ৪২টা ছবি প্রদর্শিত হয়।

পাশাপাশি গোথে ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত বিষয় ভিত্তিক আলোচনায় অংশ নেন বাংলাদেশের শাহানা সিদ্দিকি, ভারতের সোনাল গেয়ানি, ভুটানের সেল্ডেন ডিচ্চেন, নেপালের অঞ্জলি লামা ও শ্রীলংকার মার্ক পি রেনসিং।

সভা সঞ্চালনা করেন ভারতের আনিন্দ্য হাজরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।