ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শিবালয়ে কাভার্ডভ্যান চাপায় কিশোরী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
শিবালয়ে কাভার্ডভ্যান চাপায় কিশোরী নিহত

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যান চাপায় মেঘলা বিশ্বাস (১৪) নামে এক কিশোরী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।



শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেঘলা বিশ্বাস উপজেলার আড়াপাড়া এলাকার বলাই বিশ্বাসের মেয়ে। আহতদের মধ্যে বলাই বিশ্বাস নামে একজনের  নাম পাওয়া গেলে বাকী দু’জনের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

বরংগাইল হাইওয়ে পুলিশ পরিদর্শক ইয়ামিন উদ-দৌলা বাংলানিউজকে জানান, বিকেলে মেঘলা তার মা-বাবার সঙ্গে রিকশায় করে তার নানা বাড়ি যাচ্ছিল। এসময় রিকশাটি ঢাকা-আরিচা মহাসড়কের কাছে এলে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেঘলার মৃত্যু হয়। আহত হয় মেঘলার বাবা-মা ও রিকশা চালক।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।