ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়ীতে বাসের ধাক্কায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
নালিতাবাড়ীতে বাসের ধাক্কায় নিহত ৩

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে পিকনিকের বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা নন্নী মধুটিলা ইকোপার্ক সড়কের রাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মালিরচর নয়া পাড়া গ্রামের ফজল মিয়ার ছেলে আছমত আলী (১৪), একই এলাকার খোরশেদ আলম (৩২) এবং সাদা মিয়ার ছেলে শাহীন মিয়া (১৮)। এ ঘটনায় ওই গ্রামের নুরুলের ছেলে জাকির হোসেন (২৫) আহত হয়েছেন।

স্থানীয়রা আহত জাকির হোসেনকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে।

নালিতাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, শুক্রবার বকশিগঞ্জ উপজেলা থেকে ভটভটি ও একটি মোটরসাইকেলে করে পারিবারিক ভাবে পিকনিক করতে নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে বেড়াতে আসে। সন্ধ্যার দিকে ইকোপার্ক থেকে চারজন এক মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে উপজেলার রাজনগর ইউনিয়নে বড়বন্দ এলাকায় সড়কে তাদের আরেকটি পিকনিকে আসা বাস পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।

জাকির হোসেন (২৫) নামে অপর একজন আরোহী ছিটকে সড়কের ঢালে পড়ে বেঁচে যায়। ঘাতক বাসটিকে আটকরা গেলেও এসময় বাসের চালক পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে পুলিশ তিন জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও এসআই জানান।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬/আপডেটেড ২০৪৩
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।