ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সাভার ক্যান্ট. পাবলিক স্কুলে শুরু এনডিএফ’র ডিবেট স্কুলিং

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
সাভার ক্যান্ট. পাবলিক স্কুলে শুরু এনডিএফ’র ডিবেট স্কুলিং ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘প্রযুক্তির সৌন্দর্যে বিকশিত হোক আগামীর প্রতিভা’, এ স্লোগানকে সামনে রেখেই সাভারে শুরু হলো ন্যশনাল ডিবেট ফাউন্ডেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) আয়োজিত ২য় এনডিএফ বিডি ক্যারিয়ার অ্যান্ড ডিবেট স্কুলিং প্রোগ্রাম-২০১৬।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এ ক্যারিয়ার অ্যান্ড ডিবেট স্কুলিং প্রোগ্রাম শুরু হয়।

ঢাকার বাইরে এই প্রথম শুরু হলো এ প্রশিক্ষণ প্রোগ্রাম।

আয়োজকেরা জানান, তিন মাসব্যাপী এ প্রোগ্রামের মাধ্যমে লেখাপড়ার পাশাপাশি শিশুদের মধ্যে ডিবেট, জ্ঞান বিকাশ, নেতৃত্ব দানের ক্ষমতাসহ সামগ্রিক বিষয়ে পারদর্শী করে তোলার প্রচেষ্টা চলছে। তাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ ও নানাবিধ কলাকৌশলের মাধ্যমে নিজেকে সমাজ গড়ার হাতিয়ার হিসেবে গড়ে তোলা হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ নেওয়াজ আহমেদ।

ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান এ কে এম শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যতম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র হেড অব নিউজ মাহমুদ মেনন। শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে তিনি তার বিভিন্ন অভিজ্ঞতার কথা যেমন জানান, তেমনি উপদেশমূলক গল্পও শিশুদের মাঝে উপস্থাপন করেন।

তিনি ‍শিশুদের উদ্দেশ্যে বলেন, এগিয়ে যেতে হলে জানতে হবে, আর জানতে হলে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের জন্য শুধু বই পড়লেই চলবে না, পারিপার্শিকতা থেকেও শিক্ষা নিতে হবে। তার মধ্য থেকেই নিজের যুক্তি তৈরি করতে হবে। আর কেবল জ্ঞান অর্জন করলেই চলবে না, সুযোগ ও প্রয়োজনে তার প্রয়োগ ঘটনাতে হবে।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের ফিচার ইনচার্জ খালেদ আহমেদ। তিনি দেশকে, দেশের মানুষকে ভালোবাসার কথা বলেন। শিক্ষার্থীদের দেন মায়ের প্রতি শ্রদ্ধা, সম্মান ও অনুগত হওয়ার উপদেশ। পাশাপাশি নিজের জীবনের কিছু গল্প-স্মৃতি তুলে ধরে শিশুদের যোগ্য নাগরিক হয়ে গড়ে ওঠার পরামর্শও দেন।

অনুষ্ঠানে বাংলাভিশনের নিউজ প্রেজেন্টার ও নিউজরুম এডিটর মোহাম্মদ আলমগীরের চমৎকার উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেডারেশনের  কো-চেয়ারম্যান ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক রোশনি ফাতিমা মুক্তি।

এছাড়াও সংগঠনটির মহাসচিব শাকলি মাহবুবসহ সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।