ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে অপহৃত নবজাতক উদ্ধার, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
রাজধানীতে অপহৃত নবজাতক উদ্ধার, আটক ২ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর শান্তিবাগ থেকে ২ দিন বয়সী এক নবজাতককে উদ্ধার করেছে র্যাব। এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়।


শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি জানান র্যাব-৩ এর উপ-অধিনায়ক মেজর কামরান কবির উদ্দিন।

বাংলানিউজকে তিনি বলেন, তথ্যের ভিত্তিতে শান্তিবাগ চেয়ারম্যান বাড়ি গলির ১৩৭ নম্বর ভবন থেকে সন্ধ্যায় শিশুটিকে উদ্ধার করা হয়। অভিযানে চক্রটির কাছ থেকে নগদ এক লাখ টাকা জব্দ করা হয়।

দুই দিন বয়সী নবজাতকটিকে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বাড্ডা এলাকা থেকে অপহরণ করে চক্রটি।

আটকদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬/আপডেট: ২১০৫ ঘণ্টা
এনএইচএফ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।