ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নির্বাচনের জন্য গ্রহণযোগ্য পদ্ধতি খুঁজে বের করার আহবান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
নির্বাচনের জন্য গ্রহণযোগ্য পদ্ধতি খুঁজে বের করার আহবান ছবি: সংগৃহীত

ঢাকা: আগামীতে অংশগ্রহণমূলক অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দলগুলোকে গ্রহণযোগ্য পদ্ধতি খুঁজে বের করার আহবান জানিয়েছেন বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্টের (ইপি) দক্ষিণ এশিয়া বিষয়ক কমিটির প্রধান জিন ল্যাম্বার্ট।

ঢাকায় তিনদিনের সফর শেষে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।



ব্লগার হত্যাসহ এদেশের মানবাধিকার পরিস্থিতি প্রসঙ্গে জিন ল্যাম্বার্ট বলেন, প্রতিটি হত্যার সুষ্ঠু ও সম্পূর্ণ তদন্ত হওয়া উচিত।

তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের অপরিহার্য অংশ। কিন্তু এই মত প্রকাশের কারণেই বাংলাদেশে সাম্প্রতিক ব্লগার হত্যার ঘটনাও ঘটেছে। নিজেদের নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে বাংলাদেশের উচিত এসব ঘটনার সুষ্ঠু ও পূর্ণাঙ্গ তদন্ত করা।

এক প্রশ্নের জবাবে ল্যাম্বার্ট বলেন, অনেক সময় রাজনীতিকরা গণমাধ্যমের সমালোচনায় স্বস্তিবোধ করেন না।

গত নভেম্বরে ইউরোপীয় পার্লামেন্টের রেজুলেশনে একজন যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অবস্থানের কারণ জানতে চাইলে তিনি স্পষ্টই বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় পার্লামেন্ট কোনো ব্যক্তি বা দলের কারণে নয়, নীতিগতভাবেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে। এটা কেবল বাংলাদেশের ক্ষেত্রেই নয়, বিশ্বের যেসেব দেশে মৃত্যুদণ্ড বহাল রয়েছে। সব দেশের ক্ষেত্রেই আমাদের এই অবস্থান।

প্রধানমন্ত্রীর সঙ্গে জলবায়ু, বাণিজ্য, ব্লগার হত্যা  ও সন্ত্রাসবাদ ইস্যুতে আলোচনা হয়েছে বলে মন্তব্য করেন ইউরোপীয় পার্লামেন্টের এই সদস্য।

নির্বাচনের রূপরেখা কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, এটা বাংলাদেশের জনগণই ঠিক করবে। তবে এ ব্যাপারে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন বা অন্য কোন প্লাটফর্মে আলোচনা হতে পারে।

অন্য এক পশ্নের জবাবে রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে ল্যাম্বার্ট বলেন, মায়ানমারের শরণার্থী ইস্যুটি সমাধানে দু’দেশের মধ্যে খোলামেলা আলোচনা হওয়া প্রয়োজন। খুব দ্রত ইস্যুটির সুরাহা হবে না। তবে ইউরোপীয় পার্লামেন্ট আশা করে মায়ানমার সরকারকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

এ সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরেন।

এছাড়া, বিভিন্ন রাজনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় হয়েছে বলেও জানান ল্যাম্বার্ট।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেলিগেশন প্রধান রাষ্ট্রদূত ড. পিয়েরে মায়াদুন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬/আপডেট: ১৯৪০ ঘণ্টা
জেপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।