ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মায়ানমার সীমান্তে ইয়াবা পাচার বন্ধ হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
মায়ানমার সীমান্তে ইয়াবা পাচার বন্ধ হয়েছে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, বিজিবির কড়া নজরদারী ও টহলের কারণে মায়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা পাচার বন্ধ হয়েছে।

তিনি বলেন, চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের প্রথম দিকে পার্বত্যাঞ্চলের সব অরক্ষিত সীমান্ত বিজিবির নিয়ন্ত্রণে চলে আসবে।


শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়ায় ৫১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রশাসনিক ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এ সময় বিজিবির দক্ষিণ-পূর্বাঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল করিম, খাগড়াছড়ি ২০৩ ব্রিগেডের আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহবুব আলম, খাগড়াছড়ি সেক্টর অধিনায়ক কর্নেল সাজ্জাদ হোসেন ও ৫১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।