ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে নদীতে গোসলে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
গাজীপুরে নদীতে গোসলে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সাওরাইদ এলাকায় শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে সাব্বির আহম্মেদ (১৩) নামে এক স্কুল ছাত্রের মুত্যৃ হয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবরি দল দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে নিহত সাব্বিরের মরদেহ উদ্ধার করে।



কালীগঞ্জ থানার শিক্ষানবিস উপপরিদর্শক (পিএসআই) চন্দন দে বাংলানিউজকে এ তথ্য জানান।

সাব্বির আহম্মেদ কালীগঞ্জ উপজেলার মুক্তারপুর এলাকার কমল মিয়ার ছেলে। সে স্থানীয় সাওরাইদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় সাব্বির আহম্মেদ ও তার কয়েক বন্ধু মিলে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। এ সময় সে হঠাৎ নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয় জনগণ টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দিলে, একটি ডবুরি দল এসে সাব্বিরে মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।