ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে বাসচাপায় বাইসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
টাঙ্গাইলে বাসচাপায় বাইসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের দরুন বাইপাস এলাকায় বাস চাপায় শাহ জামাল (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

  শাহজামাল পৌর এলাকার কাগমারা গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।

নিহতের ছোট ভাই মনির হোসেন বাংলানিউকে জানান, সন্ধ্যায় শাহ জামাল বাইসাইকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।