রাঙামাটি: রাঙামাটি জেলায় রোহিঙ্গা গণনা কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) জেলার সবকয়টি ইউনিয়নে এ কার্যক্রম শুরু হয়।
জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে এ শুমারি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পরিসংখ্যান অফিস সূত্র জানায়, রাঙামাটি জেলাকে ২৩টি জোনে ভাগ করে ৩৫৫জন গণনাকারী ও ৩৬ সুপারভাইজার এ শুমারির কাজ করবেন। প্রতিটি জোনে একজন করে জোন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। আর এ শুমারি কার্যক্রম চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
রাঙামাটি পরিসংখ্যান অফিসের ২নং জোনের শুমারি সমন্বয়কারী সাইদুল হক বাংলানিউজকে জানান, রাঙামাটিতে অবস্থানরত অনিবন্ধিত মায়ানমারের নাগরিক (রোহিঙ্গা) শুমারি কার্যক্রম শুরু করা হয়েছে। জেলার ১০টি উপজেলায় ছয় দিনের মধ্যে গণনা কার্যক্রম শেষ করা হবে।
এ গণনার মাধ্যমে যারা বাংলাদেশের নাগরিক নন, অবৈধভাবে এ দেশে বসবাস করছেন, তাদের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পরিচয়পত্র (আইডি কার্ড) দেওয়া হবে।
এর মাধ্যমে রোহিঙ্গাদের নিবন্ধনের আওতায় আনা হবে। যেসব রোহিঙ্গার নিবন্ধিত পরিচয়পত্র থাকবে, তাদের আইওএমের পক্ষ থেকে চিকিৎসা সেবা, নিজেদের মাতৃভাষায় পড়ালেখার জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থা ও আইনি সহায়তাসহ মৌলিক সুযোগ-সুবিধা দেওয়া হবে।
তবে, বাংলাদেশে অবস্থানরত অনিবন্ধিত মায়ানমারের নাগরিকরা এসব সুযোগ সুবিধা পাবেন না। তারা বাংলাদেশে অবৈধ হিসেবে গণ্য হবেন বলে জানান সাইদুল হক।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এমজেড