আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় এমএলএম পদ্ধতিতে নিম্ম মানের ইলেকট্রনিক্স পণ্য বিক্রির অভিযোগে ভাই ভাই ইলেকট্রনিক্স নামে একটি প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা এবং পণ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয়দের দেওয়া অভিযোগের ভিত্তিতে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালায় আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ পারভেজ বসুনিয়া বাংলানিউজকে জানান, ওই কোম্পানি থেকে এক হাজার পিস কুপন কার্ডসহ বেশ কিছু ইলেকট্রনিক্স পণ্য জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এটি।