ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা শুমারি শুরু

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
রোহিঙ্গা শুমারি শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: দেশে অবস্থানরত অনিবন্ধিত মিয়ানমারের নাগরিকের (রোহিঙ্গা) সংখ্যা নির্ণয় করতে প্রথমবারের মতো শুমারি শুরু হয়েছে।

প্রথম ধাপে  শুক্রবার থেকে কক্সবাজার জেলায় মাঠ পর্যায়ে খানা (পরিবার) তালিকার কাজ শুরু করা হয়।

১৭ ফেব্রুয়ারি পর্যন্ত খানা তালিকা তৈরির কাজ চলবে। আগামী মার্চের শেষ সপ্তাহে চূড়ান্ত শুমারি অর্থাৎ শনাক্ত করা রোহিঙ্গাদের গোনার কাজ শুরু হবে। এই শুমারির মাধ্যমে শুধু মিয়ানমার নাগরিকরাই নয়, বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করা সব দেশের নাগরিক তালিকাভুক্ত হবেন।

শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে কক্সবাজার শহরের পাহাড়তলির কচ্ছপিয়া পুকুর পাড় এলাকায় খানা তালিকা তৈরির কাজ পরিদর্শন করেছেন চট্টগ্রামের বিভাগের সমন্বয়ের দায়িত্বে থাকা বিভাগীয় যুগ্ম পরিচালক মো. এমদাদুল হক। তার সাথে ছিলেন পরিসংখ্যান ব্যুরো কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওয়াহিদুর রহমান। তিনি প্রকল্পটির কক্সবাজার জেলা শুমারি সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন। তারা কক্সবাজার শহরের মোহাজেরপাড়ায় যান। সেখানে সুপারভাইজার ও গণনাকারীরা কীভাবে কাজ করছেন, ঠিকমতো কাজ করছেন কিনা সে সম্পর্কে খোঁজ নেন।

মোহাম্মদ ওয়াহিদুর রহমান বাংলানিউজকে জানান, কক্সবাজার জেলায় খানা তালিকার তৈরির কাজ পরিকল্পনা অনুসারে অত্যন্ত সুষ্ঠুভাবে শুরু হয়েছে। খানা তালিকা তৈরির জন্য কক্সবাজার জেলাকে ৪৯টি জোনে ভাগ করা হয়েছে। এসব জোনে ১১০ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ১ হাজার ৯০ জন গণনাকারী তালিকা তৈরির কাজ করছেন।

তবে কার্যক্রম শুরুর প্রথম দিনে জেলায় খানা তালিকা তৈরির অগ্রগতি সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এক দিনে ১ হাজার ৯০ জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা অত্যন্ত কঠিন। পাঁচ দিন পরে এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত সরবরাহ করা যাবে’

বাংলাদেশ সময় ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
টিটি/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।