ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
নীলফামারীতে অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষতি

নীলফামারী: নীলফামারীর গোড়গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।



শুক্রবার(১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাঝপাড়া গ্রামের পুকুরপাড়ার মোসলেম উদ্দিনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তেই আশপাশে তা ছড়িয়ে পড়ে। এতে ২০টি পরিবারের ৫০টি বসতঘর পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে আহত হন অন্তত পাঁচ ব্যক্তি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নীলফামারী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার এনামুল হক প্রামাণিক বাংলানিউজকে জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।