ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

অটোরিকশার ইঞ্জিনের সঙ্গে ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
অটোরিকশার ইঞ্জিনের সঙ্গে ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

ঢাকা: রাজধানীর ভাটারায় চলন্ত সিএনজিচালিত অটোরিকাশার ইঞ্জিনের সঙ্গে ওড়ানা পেঁচিয়ে গৃহবধূ অনামিকার (২৮) মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ভাটারার নতুনবাজার মোড়ে এ ঘটনা ঘটে।



মৃত অনামিকার প্রতিবেশী উজালা বেগম বাংলানিউজকে জানান, অনামিকা তার আট বছর বয়সী দুই জমজ সন্তান ছোটন ও রাকেশ নিয়ে পূর্ব ভাটারার বাসা থেকে অটোরিকশা যোগে মার্কেটে যাচ্ছিলেন। আকস্মিকভাবে তার গায়ের ওড়না অটোরিকশার ইঞ্জিনের সঙ্গে পেঁচিয়ে গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, অনামিকার মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এজেডএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।