ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
চুয়াডাঙ্গায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ: চুয়াডাঙ্গার ইসলামপাড়া ও বজড়ুগড়গড়ি থেকে নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(ঝিনাইদহ র‌্যাব-৬)।

আটকরা হলেন- চুয়াডাঙ্গার ইসলামপাড়ার ওয়াসিম হকের স্ত্রী লতিফা খাতুন (৩০), বজড়ুগড়গড়ি এলাকার আওলাদ হোসেনের ছেলে জহুরুল হক (৪৫) ও আলফাজ আলীর ছেলে ডাবলু (২২)।



শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সুরুজ মিয়া বাংলানিউজকে জানান, আটক তিনজন বহুদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার ইসলামপাড়া ও বজড়ুগড়গড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় লতিফার কাছ থেকে ৪৮ পিস ইয়াবা, জহুরুল ও ডাবলুর কাছ থেকে ৮৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।