ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সলঙ্গায় ১০ কেজি গাঁজাসহ মা-ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
সলঙ্গায় ১০ কেজি গাঁজাসহ মা-ছেলে আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হাটিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১০ কেজি ৪শ’ গ্রাম গাঁজাসহ মা ও ছেলেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আটক করা হয়।

এরা হলেন, ওই গ্রামের টিক্কা আকন্দের স্ত্রী হেনা পারভীন (৪০) ও ছেলে জিহাদ হাসান (২০)।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের ডিএডি ইউনুছ আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল হাটিপাড়া গ্রামের টিক্কা আকন্দের বাড়িতে অভিযান চালিয়ে মা ও ছেলেকে আটক করে। এসময় সেখান থেকে ১০ কেজি ৪শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।