সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হাটিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১০ কেজি ৪শ’ গ্রাম গাঁজাসহ মা ও ছেলেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আটক করা হয়।
র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের ডিএডি ইউনুছ আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল হাটিপাড়া গ্রামের টিক্কা আকন্দের বাড়িতে অভিযান চালিয়ে মা ও ছেলেকে আটক করে। এসময় সেখান থেকে ১০ কেজি ৪শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এএটি/এসএইচ