মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার ৫ হাজার পিচ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আরিচা ৩নং ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াখালীপাড়া এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে হাসান আহমদ (২৫) এবং একই এলাকার মৃত আমির হামজার ছেলে হাফিজ আহমদ (৩২)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, নারিকেলের খোলের মধ্যে বিশেষ কায়দায় ইয়াবাগুলো পাবনা ও সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছিলো বলে প্রাথমিকভাবে আটক যুবকরা স্বীকার করেছেন।
তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এমজেড