ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

লামায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
লামায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহীম হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে লামা উপজেলার কলিঙ্গা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইব্রাহীম হোসেন একই এলাকার বাসিন্দা ও সুরুজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে ইব্রাহীম হোসেন তার ঘরের বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ মেরামত করতে বাড়ির পাশের একটি বিদ্যুৎ খুঁটিতে ওঠেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তার শরীরের সঙ্গে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অসাবধান থাকায় এই দুর্ঘটনা ঘটতে পারে।

বাংলাদেশ সময়: ০৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।